খেলা

পন্থকে নিয়ে গম্ভীরের সমালোচনার পাল্টা দিলেন অশ্বিন

Ashwin countered Gambhir's criticism of Panth

Truth Of Bengal : সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজ। এই সিরিজে অজিদের কাছে দুরমুশ হতে হয়েছে গৌতম গম্ভীরের দলকে। ৩-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল ভারতকে। দলের ক্রিকেটারদের পারফরম্যান্স হয়ে ড্রেসিংরুম এবং তার বাইরে উঠেছিল সমালোচনার ঝড়। এমনকি দলের কোচ গৌতম গম্ভীর পর্যন্ত সমালোচনা করেছিলেন দলের উইকেটরক্ষক এবং ব্যাটার ঋষভ পন্থের। পন্থকে উদ্দেশ্য করে গৌতি বলেছিলেন, ‘পন্থকে মনে রাখতে হবে সব সময় আক্রামণাত্মক হয়ে খেলা উচিত নয়। অনেক সময় ম্যাচের পরিস্থিতি বুঝে ওঁকে ধরে খেলাও শিখতে হবে।’ এবার পন্থকে নিয়ে গৌতমের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন সদ্য প্রাক্তন হওয়া ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন।

এই প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘রক্ষণ সামলাতে গিয়ে পন্থ আউট হয়েছেন এমন ঘটনা সচরাচর দেখা যায় না। বর্তমান ক্রিকেটে রক্ষণ সামলানো খুব কঠিন। সেখানে দাঁড়িয়ে পন্থ একমাত্র ব্যতিক্রম। কেননা রক্ষণ সামলে কেউ যদি প্রমাণ করতে পারে পন্থ ১০ বার আউট হয়েছে তাহলে আমি আমার নিজের নাম পরিবর্তন করে দেব।’

এখানেই থেমে না থেকে অশ্বিন আরও জানান, ‘আমি প্রায়ই শুনতাম তোমাকে চালিয়ে খেলতে হবে। পন্থ সিডনির টেস্টে দুই ধরনের ইনিংসই খেলেছে। শরীরে আঘাত লাগার পরও ওঁর ব্যাট থেকে মূল্যবান ৪০ রান এসেছে। অথচ পন্থের এইরকম ইনিংস নিয়ে কোনও কথা হবে না। যা অত্যন্ত অন্যায় কাজ।’

সব শেষে পন্থের থেকে কীভাবে তাঁর সেরা পারফরম্যান্স বার করে আনা যায়, তারও টোটকা বাতলে দিয়েছেন সদ্য জাতীয় দল থেকে প্রাক্তন হওয়া এই স্পিনার। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘পন্থকে যদি ওঁর থেকে সেরা খেলাটা বার করতে হয়, তাহলে তাঁকে মাঠে নামার আগেই বলে দেওয়া উচিত দলের কোচের। পন্থ হয়তো খুব একটা রান পায়নি, তবে এমনও নয় যে ও একেবারে রান পায়নি। পন্থ যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড়। আমার মনে হয় এখনও পন্থ ওঁর প্রতিভার পূর্ণ বিকাশও দেখাতে পারেনি। এর জন্য ওঁকে সময় দিলে অবশ্যই পন্থ তাঁর নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারবে।’

Related Articles