খেলা

আর্থিক তছরুপের অভিযোগ উত্থাপার বিরুদ্ধে, জারি গ্রেফতারি পরোয়ানা

Arrest warrant issued against Uttappar for alleged financial fraud

Truth Of Bengal: আর্থিক তছরুপের অভিযোগ উঠল প্রাক্তন জাতীয় ক্রিকেটার রবীন উত্থাপার বিরুদ্ধে। সূত্রের খবর, তাঁর নিজস্ব পরিচালিত কোম্পানীর কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই টাকার পরিমাণ প্রায় ২৩ লক্ষ টাকার কিছু বেশি। ইতিমধ্যেই স্থানীয় পুলকেশিনগরের পুলিশকে এই বিষয়ে প্রাক্তন জাতীয় ক্রিকেটারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন ওই অঞ্চলের পিএফ আধিকারিক।

প্রসঙ্গত, সেঞ্চাউরস লাইফস্টাইল ব্র্যান্ডস নামক একটি কোম্পানির ডিরেক্টর পদে আসীন ছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার রবীন উত্থাপ্পা। সেই কোম্পানির কর্মীদের ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা তিনি জমা করেননি। সেই কারণেই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি জারি পরোয়ানা জারি করা হয় ৪ ডিসেম্বর। তবে উত্থাপ্পার হাতে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে কর্মীদের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দেওয়ার জন্য। তার মধ্যে যদি তিনি এই টাকা মিটিয়ে না দেন, তাহলে গ্রেফতারের মুখে পড়তে হবে রবীন উত্থাপ্পাকে।

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন জাতীয় ক্রিকেটারের বিরুদ্ধে যে থানায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই থানা এলাকায় আপাতত বসবাস করেন না উত্থাপ্পা। এমনকি দেশের অন্য কোনও প্রান্তেও নয়, প্রাক্তন এই ক্রিকেটার নাকি এখন বসবাস করেন দুবাইতে। গত এক বছর ধরে সেখানেই থাকছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৬ সালে ক্রিকেটের মঞ্চে অভিষেক ঘটেছিল রবীন উত্থাপ্পা। সিমীত ওভারের ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পেলেও টেস্ট দলে কখনও অভিষেক হয়নি তাঁর। দেশের হয়ে ৪৬টি একদিনের ম্যাচে ৯৩৪ রান করেছিলেন তিনি। এবং ১৩টি টি-টোয়েন্টিতে তাঁর মোট রান ২৪৯। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হল ২০০৭ সালে মেন-ইন ব্লুজদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করা। দেশের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি আইপিএল-ও খেতাব জয় করেছেন তিনি। এমনকি ২০১৪ সালে আইপিএল টুর্নামেন্টের সর্বোচ্চ রানও এসেছিল তাঁর ব্যাট থেকে।

Related Articles