রাজনীতি

কংগ্রেসের গাছাড়া অভাব! জোট ফাটলের আশঙ্কা

India Alliance Controversy

The Truth of Bengal: ইন্ডিয়া জোটে ফাটল! বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দাবি, কংগ্রেসের গাছাড়া ভাবের জন্য ক্ষতিই হচ্ছে ইন্ডিয়া জোটের। বৃহস্পতিবার পাটনায় সিপিআইয়ের সভায় যোগ দেন নীতীশ। সেখানেই নিজের বক্তব্যে বিরোধী জোট প্রসঙ্গে কংগ্রেসের কড়া সমালোচনা করলেন তিনি। পাটনায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সভায় উপস্থিত ছিলেন বাম দলের শীর্ষ নেতা ডি রাজা।

নিজের বক্তব্যে নীতীশ জানান, দেশের বর্তমান অবস্থার বিরোধিতার জন্যই জোট গঠন হয়েছিল। এর পরেই আক্ষেপের সুরে বলেন, “কিন্তু জোটের অগ্রগতি হচ্ছে না। কংগ্রেস পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। সব দল একমত হয়েছিল, কংগ্রেসই নেতৃত্ব দেবে। কিন্তু এখনও মনে হচ্ছে, বিধানসভা ভোটের পরেই পরবর্তী বৈঠকের বিষয়ে আগ্রহী হবে ওরা।”

উল্লেখ্য, বিরোধী জোটের প্রথম বৈঠকের আয়োজন করেছিলেন নীতীশ। এদিনের সভায় এইসঙ্গে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন বিহারের মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, এখানেও হিন্দু মুসলমান লড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সুখের কথা হল, বিহার সাম্প্রদায়িক অশান্তি মুক্ত। এইসঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে নীতীশ বলেন, “ওরা দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে। স্বাধীনতা সংগ্রামে ওদের যে কোনও অবদান নিয়ে তা লোকানোর চেষ্টা করছে।”

Free Access

Related Articles