নারী ক্ষমতায়ন ফাঁকা আওয়াজ! বিজেপির কোনও মহিলা মুখ্যমন্ত্রী নেই, মমতাই একমাত্র গোটা দেশে
BJP has no woman Chief Minister in the country

The Truth of Bengal: নারী ক্ষমতায়নের কথা বলে বিজেপি। নারীদের অধিকারের জন্য অনেক কথা বলে। কিন্তু, সেটা যে স্রেফ কথার কথা তা মনে করছে রাজনৈতিক মহল। এই মুহূর্তে দেশের ১২টি রাজ্যে নিজের শক্তিতে ক্ষমতায় আছে বিজেপি। আবার পাঁচটি রাজ্যে জোট গড়ে ক্ষমতায় থাকলেও বিজেপি অন্যতম শক্তি। অর্থাৎ মোট ১৭টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। কিন্তু, একটিও রাজ্যের মুখ্যমন্ত্রী নন মহিলা। বিজেপি কোনও মহিলা মুখ্যমন্ত্রী নেই। এর আগে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন রাজস্থানের বসুন্ধরা রাজে সিন্ধিয়া। সদ্য শেষ হওয়া নির্বাচনে তিনি জিতলেও তাঁকে মুখ্যমন্ত্রী করেনি বিজেপি।
তবে শুধু মুখ্যমন্ত্রী নন, বিজেপি শাসিত কোনও রাজ্যে বড় মন্ত্রী পদে নেই কোনও মহিলা। অথচ এই বিজেপি আবার মহিলাদের সামনের সারিতে নিয়ে আসার কথা বলে। রাজনীতিতে পুরুষদের সমান মহিলাদের গুরুত্ব দেওয়ার কথা বলে। কিন্তু, বাস্তব বলছে অন্য কথা। বিজেপি শাসিত সব রাজ্যে মুখ্যমন্ত্রী পুরুষ। আবার কেন্দ্রীয় সরকারেও নির্মলা সীতারমন ও স্মৃতি ইরানি ছাড়া আর কোনও মহিলা নেই। তবে মন্ত্রিসভায় মোট ১১ জন থাকলেও ৯ জন প্রতিমন্ত্রী।
গোটা দেশে এখন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো হিসেবে তিনিই আবার দলের কাণ্ডারি। দল এবং মন্ত্রিসভায় তিনি মহিলাদের যথেষ্ট গুরুত্ব দেন। বাংলায় তৃণমূলের মোট ২২ জন সংসদের মধ্যে ৯ জন মহিলা। প্রায় অর্ধেকের কাছাকাছি। আবার বিজেপির ১৮ জন সাংসদের মধ্যে মহিলা মাত্র দু’জন। এই ফারাক বলে বলে তৃণমূল ও বিজেপি মধ্যে কোন দলে মহিলার সবচেয়ে বেশি গুরুত্ব পান।