১২ দিনের পুলিশ হেফাজতে আরাবুল ইসলাম, নির্দেশ বারুইপুর আদালতের
Baruipur court ordered Arabul Islam in 12 days police custody

The Truth Of Bengal : আরাবুল ইসলামকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারুইপুর আদালতের। শুক্রবার আদালতে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আরাবুল ইসলামের এমন আবেদন জানিয়েছিলেন আরাবুল ইসলামের আইনজীবী। কিন্তু সব শুনেও পুলিশ হেফাজতের নির্দেশ দেন বারুইপুর আদালতের বিচারক।
শুনানিপর্বে ১৪ দিনের পুলিশ হেফাজত চান সরকার পক্ষের আইনজীবী। আইএসএফ কর্মী মঈনউদ্দিন মোল্লা খুনের ঘটনায় আরাবুলের যুক্ত থাকার পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। উভয়পক্ষের সওয়াল জবাব শেষে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বারুইপুর আদালতের বিচারক। এরপর ২১ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
পঞ্চায়েত ভোটের সময় অশান্তি, মনোনয়নে বাধা দেওয়া, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হন আরাবুল ইসলাম। ভাঙড়ের কাশীপুর থেকে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে। বৃহস্পতিবার সন্ধেবেলা তাঁকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ।
Free Access