নম্বর না সেভ করেই কীভাবে হোয়াটসঅ্যাপ কল করবেন
How to make WhatsApp calls without saving the number

Truth Of Bengal: আজকাল অনেকেই অনলাইনে কেনাকাটা করেন। অনেক সময় কিছু জিজ্ঞাস্য থাকলে বা পণ্য কেনাকাটা করার আগে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বিক্রেতাকে কল করার প্রয়োজন পড়ে। কিন্তু আজকাল উদ্বেগজনক মাত্রায় বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনা।
এই পরিস্থিতিতে ভার্চুয়াল জগতে নিজের সুরক্ষার কথা সব সময় ভাবতে হবে। হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট মেসেজ পাঠানো ছাড়াও করা যায় ভয়েজ কল ও ভিডিও কল। হোয়াটসঅ্যাপে নম্বর না সেভ করেও করা যাবে হোয়াটসঅ্যাপ কল। হোয়াটসঅ্যাপ নতুন ফিচার চালু করেছে যার সাহায্যে ফোন নম্বর সেভ না করেও সরাসরি ফোন কল করা যাবে।
কতটা সুবিধাজনক হবে নয়া ফিচার
আগে হোয়াটসঅ্যাপ কল করতে হলে ফোনের কনট্যাক্ট তালিকায় নম্বর সেভ করতে হত। তারপর হোয়াটসঅ্যাপ কল করা যেত। কিন্তু এখন নয়া ফিচারের সাহায্যে ফোনের নম্বর টাইপ করে সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েজ কল করা যাবে।
ব্যবসায়িক জিজ্ঞাসা, কেনাকাটা করার আগে হয়ত ১-২ বার হোয়াটসঅ্যাপ কল করার প্রয়োজন পড়ে। ডেলিভারি বা পরিষেবা সংক্রান্ত প্রয়োজনীয় জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপ কল করতে হয়। এছাড়াও অচেনা অজানা কারোকে হোয়াটসঅ্যাপ কল করার প্রয়োজন পড়লে এই নয়া ফিচার খুবই সুবিধাজনক হবে।
নম্বর সেভ না করেও সরাসরি কীভাবে করবেন হোয়াটসঅ্যাপ কল-
- স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
- স্ক্রিনের নীচের দিকে ‘কল’ সেকশন খুলুন।
- ডানদিকের ওপরের দিকে ‘+ (প্লাস)’ আইকন ট্যাপ করুন।
- ৩টি বিকল্প খুলে যাবে— নিউ কল লিঙ্ক, কল এ নম্বর আর নিউ কনট্যাক্ট। ‘কল এ নম্বর’ বিকল্পে ট্যাপ করুন। ডায়ালার প্যাড খুলে যাবে। নম্বর টাইপ করুন। কল বোতাম টিপুন। হোয়াটসঅ্যাপে ভয়েজ কল করা যাবে।