কলকাতা

সাংসদ কল্যাণের সঙ্গে জালিয়াতি! অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ৫৫ লক্ষ টাকা

ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ইতিমধ্যেই লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Truth Of Bengal: বৃহস্পতিবার রাতে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে প্রায় ৫৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় ডরম্যান্ট অবস্থায় থাকা তাঁর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাইকোর্ট শাখার অ্যাকাউন্ট ব্যবহার করেই এই টাকা স্থানান্তর করা হয়েছে।

সাংসদের দাবি, তাঁর অজান্তে জাল কেওয়াইসি (KYC) ব্যবহার করে অ্যাকাউন্টটি সক্রিয় করে প্রতারণা করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ইতিমধ্যেই লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শাখার ম্যানেজার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা স্থানান্তর হয়েছে। সেই সময়ই ঘটনাটি সামনে আসে।

পুলিশের প্রাথমিক অনুমান, জাল নথি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। লালবাজার সাইবার অপরাধ শাখা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Related Articles