কলকাতা

এসআইআর পর্বের প্রাথমিক ভোটার খসড়া তালিকা প্রকাশ হবে মঙ্গলবার

১৬ তারিখ ভোটার খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ ঠিক হয়েছিল আগেই।

Truth Of Bengal: মঙ্গলবার এসআইআর পর্বের প্রাথমিক ভোটার খসড়া তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। ‌এনুমারেশন ফর্ম বিলি, পরে তা গ্রহণ এবং তাকে ডিজিটালাইজেশন করার প্রাথমিক পদ্ধতি শেষ হয়েছিল ডিসেম্বর মাসের ১১ তারিখ। এই পর্বে অনেক বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম এসআইআর’র কাজের চাপে মৃত্যু হয়েছে একাধিক বিএলও’র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কম সময়ে এসআইআর করার ব্যাপারে দ্বিমত পোষন করেছিলেন। পরবর্তী সময়ে কিছুটা সময় বৃদ্ধি করে নির্বাচন কমিশন। ১৬ তারিখ ভোটার খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ ঠিক হয়েছিল আগেই। এই মত খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার রয়েছেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে ৫৮ লক্ষের ওপর এনুমারেশন ফর্ম ‘আনকালেক্টিভ’ অবস্থায় রয়েছে। হলি তাদের নাম বাদ যাচ্ছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষের ওপর। তাছাড়া নিখোঁজ, ডুবলিকেট ভোটার রয়েছে। ‌

কোথায় পাওয়া যাবে খসড়া তালিকা?

* নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে খসড়া তালিকা
* wbceo.wb.gov.in, voters.eci.gov.in এ পাওয়া যাবে ভোটার খসড়া তালিকা
* পাশাপাশি জেলাশাসকের অফিস, বিডিও, ব্ল্যাক স্তরের অফিসগুলোতে ঝোলানো থাকবে তালিকা
* তালিকার প্রতিলিপি দেওয়া হবে স্বীকৃত রাজনৈতিক দলগুলোকেও

কোন কোন নথি প্রয়োজন?

* কেন্দ্র,রাজ্য, স্বশাসিত সংস্থার পরিচয় পত্র
* আধার কার্ড (শুধুমাত্র সচিত্র পরিচয় পত্র হিসাবে গ্রহণ)
* ১৯৮৭ সালের আগে কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন, পোস্ট অফিস, ব্যাংক, এলআইসি থেকে পরিচয় পত্র শংসাপত্র বা সেই ধরনের নথি
* জন্মের সার্টিফিকেট
* পাসপোর্ট
* স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট
* সরকারি ভাবে জমির দলিল বা পর্চা
* বিহারে সদ্য শেষ হওয়া এসআইআর তালিকা
* বৈধ এস সি, এস টি, ওবিসি সার্টিফিকেট

Related Articles