কলকাতা

অমর্ত্য সেনের গুজব মৃত্যু সংবাদে শোরগোল, বাবা ভালো আছেন, জানালেন অমর্ত্যর কন্যা

Hoax Amartya sen Died

The Truth of Bengal: অর্থীনিবিদ নোবেলজয়ী অমর্ত্য সেন মারা গিয়েছেন। এমন একটি খবর আচমকাই ভেসে ওঠে সংবাদ মাধ্যমে। শুরু হয় তোলপাড়। কিন্তু খবরের সত্যতা কারও কাছে ছিল না। পরে দেখা যায়, কিছু সংবাদমাধ্যম খবরটি করেছেন, নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিনের এক্স প্লাটফর্মের বার্তাকে ভিত্তি করে। যদিও তখনও পর্যন্ত অমর্ত্য সেনের পরিবার বা প্রতিষ্ঠিত ট্রাস্টের তরফে কোনও সত্যতা যাচাই করা হয়নি।

অবশেষে বুধবার সন্ধে নাগাদ, কিছু সংবাদমাধ্যম যোগাযোগ করেন, অমর্ত্য সেনের কন্যা নন্দনা। তিনি আবেদন রেখেছেন, বাবা ভালই আছেন, গুজব ছড়াবেন না। তিনি সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই ছিলেন।

অমর্ত্য সেনের কন্যা নন্দনা এক্স প্লাটফর্মে একটি বার্তাও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, তাঁর বাবাকে নিয়ে যাঁরা চিন্তিত ছিলেন, তাঁদের ধন্যবাদ, কিন্তু মৃত্যুসংবাদটি সম্পূর্ণ মিথ্যে। পুরো সপ্তাহ তিনি, তাঁর বাবার সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। প্রসঙ্গত, বর্তমানে নন্দনা রয়েছেন নিউ ইয়র্কে এবং অমর্ত্য সেন রয়েছেন বস্টনে।

অমর্ত্য সেনের প্রতিষ্ঠিত ট্রাস্ট প্রতীচীর তরফেও জানানো হয়েছে, তিনি ভালই আছে, সম্পূর্ণ সুস্থ আছে। প্রসঙ্গত, নোবেলজয়ী ক্লডিয়ার নামে খোলা একটি ভুয়ো এক্স অ্যাকাউন্ট থেকে অমর্ত্য সেনের মৃত্যু সংবাদ ছড়ানো হয়। পরে জানা যায়, ইটালিয়ান এক সাংবাদিক টোমাসো ডেবেনেডেট্টি ওই অ্যাকাউন্টটি তৈরি করেছেন। ক্লডিয়ার নামে খোলা যে অ্যাকাউন্ট থেকে প্রথমে পোস্ট করা হয়েছিল, সেই অ্যাকাউন্টেই পরে একটি পোস্ট করে এই দাবি করা হয়।

অমর্ত্যসেনের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই, এক্স প্লাটফর্মে শোকবার্তা জ্ঞাপণ করেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছিলেন, আপনার জীবন এবং কাজ চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।  কয়েক মিনিট পর অবশ্য এই পোস্ট ডিলিট করে দেন সুকান্ত মজুমদার।