বন্ধুর ফ্ল্যাটে রহস্যমৃত্যু তরুণীর, তদন্তে গড়ফা থানার পুলিশ
Mysterious death of a young woman in a friend's flat, the police of Garfa police station are investigating

Truth Of Bengal: শহিদ নগর এলাকার একটি ফ্ল্যাটে পার্টির পর এক তরুণীর রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ। মৃত তরুণীর নাম মধুরিমা রায় (৩৬)। তিনি শুক্রবার সন্ধ্যায় বন্ধুর বাড়িতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন।
জানা গেছে, ওই পার্টিতে মধুরিমার সাথে উপস্থিত ছিলেন তার বোনও। পার্টিতে সেদিন প্রচুর মদ্যপান করেন মধুরিমা। রাত ১২টার দিকে বাড়ি ফেরার চেষ্টা করতে গিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা বেসামাল হয়ে পড়ে যান তিনি। তাকে দ্রুত এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর, পুলিশ তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানায়, ফ্ল্যাটের সিঁড়িতে পড়ে যাওয়ার পর ওই তরুণীর মৃত্যু হয়েছে। শারীরিক অসুস্থতা, মদ্যপান, কিংবা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মধুরিমা নিয়মিত ওই ফ্ল্যাটে আসা যাওয়া করতেন এবং বন্ধুদের সঙ্গে মদ্যপান করতেন। তাই তার মৃত্যুর পেছনে যে বিষয়গুলো রয়েছে, সেগুলো তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে।
পুলিশ ইতিমধ্যেই মধুরিমার বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করতে তারা বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং এর নেপথ্যে আসল কারণ কী, তা জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।