কলকাতা

মা ফ্লাইওভারে নিষিদ্ধ শাটল বাস! অফিস টাইমে যানজট রুখতে লালবাজারের বড় পদক্ষেপ

এবার কলকাতা পুলিশ নিষেধাজ্ঞা জারি করল এই দুই ফ্লাইওভারে অ্যাপভিত্তিক শাটল বাস চলাচলে।

Truth of Bengal: অফিস টাইমের ঠিক শুরু হতেই দক্ষিণ কলকাতার একাধিক প্রধান সড়কে অ্যাপভিত্তিক শাটল বাসের অধিক ভিড় লক্ষ্য করা যায় — বিশেষ করে জোকা, ঠাকুরপুকুর, সরশুনা, টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া, চেতলা, গড়িয়াহাট প্রভৃতি এলাকা থেকে সল্টলেক-নিউটাউন অভিমুখে চলাচল করা এসব বাসই প্রাথমিকভাবে সমস্যা সৃষ্টি করছে। প্রায় ৪০০টি শাটল বাস পরপর এ জে সি বোস রোড ফ্লাইওভার ও মা উড়ালপুল পেরিয়ে সল্টলেক-নিউটাউন পথে পৌঁছাতে চাইলে দুইটি ফ্লাইওভারেই তীব্র যানজট তৈরি হচ্ছে।

এই পরিস্থিতি নিষ্প্রভ করতে এবং ফ্লাইওভারগুলোর গতি স্বাভাবিক রাখতে, এবার কলকাতা পুলিশ নিষেধাজ্ঞা জারি করল এই দুই ফ্লাইওভারে অ্যাপভিত্তিক শাটল বাস চলাচলে। মূলত অফিস যাত্রীরাই এসব বাসে ভ্রমণ করেন — তাই পুলিশ মেপে নিয়ে, শাটল বাসগুলোর জন্য নতুন করে পৃথক রুট ঠিক করেছে লালবাজারের ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট অ্যাপ সার্ভিস প্রদানকারীর সাথে সেই রুট অর্থাৎ গন্তব্য সংস্থাগুলিকেও জানিয়ে দিয়েছে। পুলিশের আশা, নতুন রুটের ফলে ফ্লাইওভারগুলোর উপর চাপ কমবে এবং চালকদের বিভ্রান্তিও লক্ষণীয়ভাবে হ্রাস পাবে। ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানান, অ্যাপভিত্তিক বাসগুলো অধিকাংশই ১৬ ও ২৬ সিটের — দু’ধরনেরই বাস আগে ফ্লাইওভারে উঠত, যার ফলে ওই পথগুলোতে যানবাহনের গতি ক্রমাগত কমে যাচ্ছিল এবং যানচাপ বেড়ে যাচ্ছিল। উল্লেখ্য, জরুরি পরিষেবা ব্যতীত ‘মা’ ফ্লাইওভার দিয়ে বর্তমানে সকল ধরণের বাস ও পণ্যবাহী যানবাহনের চলাচল নিষিদ্ধ রয়েছে।

নতুন রুট অনুযায়ী, হাওড়া ও বেহালার দিক থেকে সল্টলেক-নিউটাউনগামী শাটল বাসগুলো এ জে সি বোস রোড ব্যবহার করে পার্ক সার্কাস কানেক্টর ধরে পার্ক সার্কাস মোড়, চার নম্বর ব্রিজ, বিশ্ব বাংলা সরণি ও সায়েন্স সিটি হয়ে বাইপাসে উঠতে পারবে। বেহালা ও চেতলার দিক থেকে আসা শাটল বাসগুলো রাসবিহারী, গড়িয়াহাট ও রুবি পথ দিয়ে বাইপাসে যেতে পারবে। পাশাপাশি গড়িয়া ও যাদবপুর থেকে আসা বাসগুলো অজয়নগর লিঙ্ক বা পাটুলি বাইপাস লিঙ্ক ব্যবহার করতে পারবে। কিছু অ্যাপ কোম্পানির ‘ম্যাক্স-ক্যাব’ পরিষেবার অধীনে পরিচালিত বড় যানগুলোও শাটল সার্ভিসে ব্যবহার হওয়ায় তাদের জন্যও আলাদা রুট ঠিক করা হয়েছে, যেখানে এই ম্যাক্স-ক্যাবগুলো শেক্সপিয়র সরণি দিয়ে চলতে পারবে। তবে ওই রাস্তায় যদি যানজট তৈরি হয়, সে পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ প্রয়োজনে এসব গাড়িকে এ জে সি বোস রোড দিয়ে ঘুরিয়ে দিতে পারবে।

Related Articles