কলকাতা

১৪৪ ধারা ভেঙে কীভাবে ধর্না? মুখ্যসচিবের কাছে চিঠি পাঠাচ্ছেন রাজ্যপাল

রাতের মধ্যেই কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন রাজ্যপাল

The Truth of Bengal: উত্তরবঙ্গ পরিদর্শনের পর আজই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের সামনে অভিষেকের ধর্না মঞ্চ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সূত্রের খবর, রাজ্যপাল প্রশ্ন তুলেছে ১৪৪ ধারা যেখানে লাগু রয়েছে, সেখানে ধর্নামঞ্চ তৈরি হয় কীভাবে? বিষয়টি নিয়ে আজ মুখ্যসচিবকে চিঠি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

বকেয়া পাওনার দাবি, দিল্লির পর কলকাতায় ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি অভিষেক ঘোষণা করেছেন, রাজ্যপালের সঙ্গে যতক্ষণ না দেখা হবে, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ তিনি চালিয়ে যাবেন।

রাজভবন সূত্রের খবর, ১৪৪ ধারা জারি করা জায়গায় ধর্নামঞ্চ তৈরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। রাজভবনের তরফে দ্রুত মুখ্যসচিবকে চিঠি পঠানোর নির্দেশও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যপাল। গতকাল থেকে বেশ কয়েকটি দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, বেশ কিছু অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এদিকে রবিবার সকাল থেকেই ১২টি জায়গায় সিবিআই তল্লাশি শুরু হয়। তার মধ্যে রয়েছে মেয়র ফিরহাদ হাকিম এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এরপরেই, তড়িঘড়ি উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে রাতের মধ্যেই কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন রাজ্যপাল।

Related Articles