কলকাতা

কলকাতা বইমেলার অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন দমকল মন্ত্রী

Kolkata Book Fair

The Truth of Bengal: কলকাতায় আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলার অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন দমকল মন্ত্রী সুজিত বোস। সোমবার সকালে বিধাননগর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, “প্রত্যেক বছর পুলিশ যেমন একটা ইনস্পেকশন করেন, ফায়ার ডিপার্টমেন্টও খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট।

এখানে বইমেলা কর্তৃপক্ষের সাথে যৌথভাবে একটা পরিদর্শন করি। আমরা দেখি ঠিক মতো ওয়ারিংগুলো হচ্ছে কিনা, জলের যে সোর্সগুলো আছে সেগুলো আমরা ঠিকমতো পাচ্ছি কিনা। এইসব বিষয় নিয়েই আজকে একটা মিটিং ছিল।” মন্ত্রী জানান, মেলা প্রাঙ্গনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেলার বিভিন্ন স্থানে ফায়ার হাইড্রান্ট, ফায়ার অ্যালার্ম, ফায়ার সার্ভিস স্টেশন ইত্যাদি রয়েছে। এছাড়াও, মেলা কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মন্ত্রী বলেন, “আমরা চাই, বইমেলা নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হোক। সেইজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।”

Related Articles