কলকাতা

শহরে দেদার বিকোচ্ছে জাল সিম কার্ড, পুলিশি অভিযানে পর্দা ফাঁস

Fake SIM cards being sold in the city, police raid exposes scam

Truth Of Bengal: তদন্তে নেমে আবারও সাফল্য পেল কলকাতা পুলিশের সাইবার শাখা। ভুয়ো সিম কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল আরও দুই অভিযুক্ত। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর চালু সিম কার্ড। পাশাপাশি আটক করা হয়েছে তিনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

সিম জালিয়াতির ঘটনায় ধারাবাহিকভাবে কলকাতা পুলিশের সাইবার শাখার অভিযান অব্যাহত রয়েছে। সেই অভিযানে ফের মিলল সাফল্য। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সিম জালিয়াতি কাণ্ডে মোট ১০ জন গ্রেফতার হয়েছে। গত ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।

এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই জালিয়াতি কান্ডে পুলিশের জালে আগেই যারা ধরা পড়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করে পিকনিক গার্ডেন রোড থেকে শুভেন্দু গায়েন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। শুভেন্দুকে জেরা করে আরও একজনের সন্ধান মেলে। গিরিশ পার্ক থানা এলাকার বিধান সরণিতে আরও এক অভিযুক্তের হদিস পান তদন্তকারীরা। জিতেন্দ্র আগরওয়াল নামে অপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মোবাইলের দোকান রয়েছে জিতেন্দ্রর। তাঁর কাছ থেকে ৫২টি সিল করা সিমকার্ড, ২টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নগদ সাড়ে ৪৩ হাজার টাকা এবং একটি মোবাইল বাজেয়াপ্ত হয়।

এর আগে এই চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েক জনের খোঁজ মিলেছিল তিলজলা থানা এলাকা থেকে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুজনের সন্ধান মেলে। কলকাতা পুলিশের সাইবার শাখার একটি বিশেষ টিম তিলজলা থানায় অভিযান চালায়। ধৃত শুভেন্দুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সিম সংযোগের কাজ করতেন শুভেন্দু। সেই দৌলতে গ্রাহকদের নথি হাতিয়ে নিতেন তিনি। আর সেই ভুয়ো নথি ব্যবহার করেই নতুন নতুন সিম সংযোগ করে তা মোটা টাকায় বিক্রি করা হতো। এইসব সিম অপরাধীদের হাতে চলে যেত হাত বদলে।

মোটা টাকায় প্রতারকদের কাছে বিক্রি করা হতো। পুলিশি অভিযানে অভিযুক্তের কাছ থেকে এরকম ১২২২টি চালু সিমকার্ড আটক করা হয়েছে। সিমকার্ড গুলি বিভিন্ন টেলিকম সংস্থার। পাশাপাশি ধৃতেরর কাছ থেকে নগদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা, মোবাইল ফোন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাজেয়াপ্ত করা হয়েছে। শুভেন্দুকে জেরা করেই অপর অভিযুক্তের সন্ধান মেলে। সাইবার ক্রাইম পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভেন্দুর হাত থেকে এই সিমগুলো চলে আসতো জিতেন্দ্র আগরওয়ালের হাতে। জিতেন্দ্র প্রতারক বা অপরাধীদের কাছে মোটা টাকায় বিক্রি করতো চালু সিমগুলি। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতেছিল পুলিশ। সেই ফাঁদে ধরা পড়ল দুই অভিযুক্ত।

হাইলাইটস

  • সিম জালিয়াতি কাণ্ডে শহরে ফের গ্রেফতার
  • এবার পুলিশের জালে ধরা পড়ল ২ অভিযুক্ত
  • পিকনিক গার্ডেন এলাকা থেকে ধৃত শুভেন্দু গায়েন
  • গিরিশ পার্ক এলাকা থেকে ধৃত জিতেন্দ্র আগরওয়াল
  • অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার প্রচুর চালু সিম
  • আটক করা হয়েছে তিনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
  • সিম জালিয়াতি কান্ডে বাকিদের খোঁজে জারি তল্লাশি

Related Articles