কলকাতা

ব্রিটেন-বাংলা বাণিজ্যিক বন্ধন আরও মজবুত করতে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী

CM to attend business summit to strengthen UK-Bangla trade ties

Truth of Bengal: বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং বিশ্ববাজারে বাংলার উপস্থিতি বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটেনের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করাই তাঁর মূল লক্ষ্য, যাতে রাজ্যে শিল্পের প্রসার ঘটে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যায়।

রবিবার ভারতীয় সময় দুপুরে লন্ডনে পৌঁছান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব-সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। ব্রিটেনের শিল্পপতিরাও এই বৈঠকের জন্য প্রস্তুত।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অন্যতম প্রধান অংশীদার ব্রিটেন। গত ফেব্রুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত বিজিবিএস সম্মেলনে ব্রিটেনের শিল্পপতিরা বাংলায় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিলেন। সেই আলোচনার ধারাবাহিকতাতেই আজকের বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স), বস্ত্রশিল্প, হস্তশিল্প এবং পর্যটন খাতে বিনিয়োগ আকর্ষণ করা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী লন্ডনে ‘বিশ্ববাংলা’ স্টল স্থাপনের বিষয়ে আগ্রহী, যা বাংলার হস্তশিল্পীদের জন্য আন্তর্জাতিক বাজার খুলে দিতে পারে।

ইতিমধ্যেই একাধিক ব্রিটিশ সংস্থা বাংলায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে। জানা যাচ্ছে, আগামী চার মাসের মধ্যেই ব্রিটেন থেকে একটি প্রতিনিধি দল বাংলায় আসবে, যাতে বিনিয়োগ পরিকল্পনাগুলি দ্রুত বাস্তবায়িত করা যায়।

এই বৈঠকের মাধ্যমে ব্রিটেন ও বাংলার অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীও আশাবাদী যে এই সফর বাংলার শিল্প-বাণিজ্যে নতুন দিগন্ত খুলে দেবে এবং রাজ্যের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।

Related Articles