কলকাতা

কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, তৃণমূলনেতৃত্বের সঙ্গে দেখা করবেন? শুরু রাজনৈতিক তর্জা

আন্দোলন চলার মাঝেই কলকাতায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি

The Truth of Bengal: বকেয়া পাওনার দাবিতে ২ দিন দিল্লিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রতিনিধি দল অনুমতি নিয়ে দেখাও করতে চেয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর সঙ্গে। কিন্তু অভিযোগ, সময় দিয়েও দেখা করেননি তিনি। যদিও ভিন্ন দাবি করেছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি বলেছিলেন, তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করার জন্য সময় দিয়েছিলেন, কিন্তু তারাই সদিচ্ছা প্রকাশ করেনি। এবার তিনি কলকাতায় এলেন, আর তাঁর এই বাংলা সফরকে ঘিরেই শুরু হয়েছে নতুন তর্জা।

বকেয়া পাওনার দাবিতে দিল্লির কর্মসূচির পর রাজভবনের সামনে শুরু হয়েছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। সেই আন্দোলন চলার মাঝেই কলকাতায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। কেন্দ্রীয়মন্ত্রীয় বঙ্গ সফর ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনি কি দেখা করবেন তৃণমূলনেতৃত্বের সঙ্গে?

শুক্রবার রাজভবনের সামনে ধরনামঞ্চ থেকে  অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছিলেন, ”কলকাতায় আসছেন, আসুন না রাজভবনের সামনে। আমরা তো আছি এখানেই।” এর পর অবশ্য তিনি সন্দেহ প্রকাশ করে জানান, কলকাতায় এসে সাংবাদিক সম্মেলন করেই হয়ত ফের দিল্লি পালিয়ে যাবেন সাধ্বী নিরঞ্জন।

দিল্লিতে তৃণমূলের সাংসদ, বিধায়কদের সঙ্গে যেমন আচরণ করেছিল দিল্লি পুলিশ। তেমন আচরণের বদলে স্বাগত জানানো হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীয়কে।  অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মহুয়া মৈত্র, অরূপ বিশ্বাসরা সাফ জানিয়েছেন, ”আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, আমরা তো তেমনটা করব না। উনি আসুন, স্বাগত।”

শনিবার  বেলা ১১.৩০ নাগাদ দমদম বিমানবন্দরে এসে পৌঁছন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সূচি অনুযায়ী, তিনি সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন। পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা ভাবে বৈঠক করবেন।

Related Articles