কলকাতা

ময়দানে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ, তদন্তে পুলিশ

Body of unidentified person found in Maidan, police investigating

Truth Of Bengal: ময়দানে দেহ উদ্ধার। ডাফরিন রোডের ফুটপাত থেকে এক দেহ উদ্ধার করল পুলিশ। সকাল সাড়ে আটটা নাগাদ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। অনুমান, ৫০ বছরের ওই ব্যক্তি একজন ভবঘুরে। কিন্তু কিভাবে এই মৃত্যু? কোথা থেকে এল এই মৃতদেহ? সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ।

চলতি বছরের মে মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশে এক অর্ধদগ্ধ মহিলার দেহ উদ্ধার করেছিল ময়দান থানার পুলিশ। এ বিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছিল, ওই মহিলার দেহ আংশিক পুড়ে যাওয়ার পাশাপাশি পচনও ধরেছিল। ময়দানে লাশ পাওয়ার দিন দুয়েক আগে মহিলার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানতে পেরেছিল।

Related Articles