কলকাতা
হোটেল থেকে উদ্ধার ব্যাঙ্ককর্মীর দেহ, আত্মহত্যা না খুন? বাড়ছে রহস্য
Body of bank employee found in hotel, suicide or murder? Mystery grows

Truth Of Bengal: চেতলার একটি হোটেল থেকে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মীর দেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বছর ৩৫-এর সুমনা মণ্ডল।
জানা যায়, শুক্রবার চেতলার একটি হোটেলে ওঠেন তিনি। রাতের খাবার খাননি তিনি। আজ সকালে চেকআউটের সময় ডাকাডাকি করেও সাড়া মেলে না। দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ায় হোটেল কর্মীরা থানায় খবর দেন। এরপর পুলিশ এসে ঘরে ঢুকে দেখেন অচৈতন্য় অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তদন্ত করছে পুলিশ।