কলকাতা
চা খেতে বেরোনোয় কাল, পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি
A man lost his life in a road accident while going out for tea yesterday

Truth Of Bengal: বৃহস্পতিবার সাত সকালে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। এমনিই ঘটনা ঘটেছে নিউটাউন থানা এলাকার আনন্দ পল্লীতে। এদিন ওই ব্যক্তি চা খেতে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ সে সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানিয়রা। সেখানে তাকে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।