চাকরি

ইসরোয় বিজ্ঞানী পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

ISRO recruitment for scientist post, how to apply

Truth Of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতের মহাকাশ কেন্দ্র ইসরোয় রয়েছে চাকরির সুযোগ। সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার পদে ৬৩ জনকে নিয়োগ করবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। চাকরিপ্রার্থীকে অবশ্যই ২০৩৪-২৫ সালের গেট পরীক্ষায় পাশ করতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শূন্যপদ ৩৩। কমপক্ষে ৬৫% নম্বর নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বিটেক ডিগ্রি থাকতে হবে। এমই গেট পত্রে পাশ করতে হবে। কম্পিউটার সায়েন্সে শূন্যপদ ৮টি। কমপক্ষে ৬৫% নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। সিএস গেট পত্রে পাশ করতে হবে। ইলেকট্রনিকসে শূন্যপদ ২২টি। কমপক্ষে ৬৫% নম্বর নিয়ে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। ইসি গেট পত্রে পাশ করতে হবে।

মাসে বেতন মিলবে ৫৬,১০০ টাকা। গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। বয়স হতে হবে ১৯ মে’র মধ্যে ২৮ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে। ১৯ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (www.isro.gov.in) মারফত। অনলাইনে আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে। ২৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে ২১ মে’র মধ্যে। মহিলা, তপশিলি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ও প্রাক্তন সেনাকর্মীদের কোনো আবেদনমূল্য লাগবে না। সাবমিট করা আবেদনপত্র ও আবেদনমূল্য জমা দেওয়ার ই-রিসিপ্ট প্রিন্ট আউট বের করে নেবেন এবং ভবিষ্যতের কাজের জন্য রেখে দেবেন।

Related Articles