আইপিএল এ দলের সবচেয়ে বিশ্বস্ত বিরাট, গড়লেন নতুন রেকর্ড
Virat, the team's most reliable player in the IPL, set a new record

The Truth Of Bengal: শুক্রবার থেকেই শুরু হয়েছে ক্রিকেটপ্রেমিদের কাছে অন্যতম বড় উৎসব আইপিএল। সেখানেই এবছর বিরাট নিজের আরও একটি রেকর্ড গড়লেন। সেদিনের প্রথম ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংস বনাম রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এর এবং আইপিএল শুরু থেকে শেষ পর্যন্ত বিরাট খেলেন নিজের দলের জার্সিতেই। আসলে এবছর আইপিএল ১৭ বছর বয়সে পদার্পণ করে এবং ২০০৮ থেকে শুরু হওয়া আইপিএল’এ প্রত্যেকটি বছর বিরাট ব্যাঙ্গালুরুর সঙ্গেই সংযুক্ত রাখেন নিজের নাম, যা ধোনি এবং রোহিত শর্মা কেউই ধরে রাখতে পারেননি। বিরাট একাই একজন যে দলের প্রতি নিজের অনুগত্য টিকিয়ে রেখেছেন প্রথম থেকেই।
থালা এবং রোহিত শর্মাও এই বছর নিজেদের নাম আইপিএল এর সঙ্গে প্রথম থেকে টিকিয়ে রাখলেও মাঝে দুবছরের জন্য চেন্নাই দলটিকে বহিষ্কার করে দেওয়া হয় এবং সেই সূত্রেই মহেন্দ্র সিংহ ধোনি ওই মাঝের দুটি বছর খেলেন পুনে দলের সঙ্গে। এবং রোহিত শর্মাও ১৭বছর ধরে দলের সঙ্গে নিজের নাম ধরে রাখতে পারেননি যা করে দেখিয়েছেন বিরাট।
এবছর আইপিএল’এ বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল শুরুর থেকে এখনও পর্যন্ত মোট ১৭ বছরের যাত্রাপথ সম্পূর্ণ করতে চলেছেন কিন্ত কেউ দলের সঙ্গে থেকে এবং দলের খারাপ ও ভালো সময়ের সঙ্গে থেকে এতদিন কেও খেলননি। এই মরসুমের প্রথম ম্যাচের বিজেতা চেন্নাই হলেও পথ চলা বাকি এখনও অনেকটাই। ১৭ বছর নিজের নাম একই দলের সঙ্গে যুক্ত রাখলেও এবছরের বিজেতা কি বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হতে পারবে? সেটাই এখন দেখার।