আন্তর্জাতিক

উত্তাল বাংলাদেশ! হাসিনার দেশত্যাগের পর জনতার দখলে গণভবন

Turbulent Bangladesh! After Hasina's departure, Ganabhaban was occupied by the public

The Truth Of Bengal: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গণভবন দখল নিলেন আমজনতা। সোমবার দুপুরে আন্দোলনকারীরা গণভবনে প্রবেশ করেন। যদিও এর আগে মিরপুর ১০ নম্বর এলাকায় আন্দোলনকারীরা একে একে জড়ো হতে থাকে।

যদিও প্রথমে থেকে সেনাবাহিনী আন্দোলনকারীদের বাধা দেয়। কিন্তু আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকলে তাদের ছেড়ে দেওয়া হয়। তারপরই হাজার হাজার আন্দোলনকারীরা গণভবনের দিকে যাত্রা শুরু করেন। দুপুর আড়াইটার দিকে গণভবন যথারীতি দখল করে নেন আন্দোলনকারীরা।

এমনকি গণভবনে প্রবেশ করে গণভবনের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যথারীতি উল্লাস করছেন। তারা। এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর ইতিমধ্যেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার সময় তার সাথে তার ছোট বোন অর্থাৎ শেখ রেহানা ছিলেন।

Related Articles