আন্তর্জাতিক

মাটির তলার শহরে থাকবেন, কোথায় আছে মাটির তলার শহর

Stay in the earthen city, where is the earthen city

The Truth Of Bengal : মৌ বসু, এ যেন সত্যিকারের পাতাল প্রবেশ। এই পৃথিবীতেই রয়েছে মাটির তলায় থাকা আস্ত একটি শহর। দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের কাছে রয়েছে ছোট্ট শহর কুবার পেডি। এখানে বেশির ভাগ বাসিন্দা মাটির তলায় বসবাস করেন। অস্ট্রেলিয়ান আদিবাসী শব্দ থেকে এসেছে কুবার পেডি নামটি। কুবার পেডির অর্থ সাদা মানুষের গর্ত।

অ্যাডিলেডের উপকূলবর্তী এলাকায় ৮৪৮ কিমি উত্তর দিকে গেলে দেখা যায় রহস্যময় বালি-পিরামিডে ঢাকা অঞ্চল। এখানেই রয়েছে ওপাল খনি। প্রায় ৭০টি ওপাল খনি রয়েছে। কুবার পেডি প্রায় আড়াই হাজারের বেশি মানুষ বসবাস করেন। সাদা রঙের মহামূল্যবান পাথর হল ওপাল।

বিশ্বের সবচেয়ে বেশি ওপাল খনি রয়েছে কুবার পেডিতে। কুবার পেডি ওপালের রাজধানী হিসাবেও পরিচিত। কুবার পেডির বৈশিষ্ট্যই হল আন্ডারগ্রাউন্ড সিস্টেম বা ভূগর্ভস্থ জীবনযাপন। এখানকার বাড়িঘর বেলেপাথর ও সিলস্টোন পাথর দিয়ে তৈরি। ১৯১৫ সালে কুবার পেডিতে প্রথম খননকাজ শুরু হয়। এখানে গরমকালে তাপমাত্রা খুব বেশি হয় আবার শীতে ঠান্ডা পড়ে প্রচণ্ড। এক সময় আবহাওয়ার খামখেয়ালিপোনা ও প্রতিকূলতার কারণে বাসিন্দাদের নানান রকম অসুবিধার মধ্যে পড়তে হত। তাই বাঁচার জন্য তাঁরা ভূগর্ভস্থ বাড়িতে থাকতে শুরু করেন। কুবার পেডির এসব ভূগর্ভস্থ বাড়িঘরে গরমকালে এসি বা শীতের মরসুমে রুম হিটারের প্রয়োজন হয় না। বাড়িঘরের পাশাপাশি কুবার পেডিতে মাটির তলায় গির্জা থেকে দোকানবাজার, সবই রয়েছে।

Related Articles