
The Truth of Bengal: আর্থিক সমস্যায় নিমজ্জিত শ্রীলংকা এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। তার মাঝেই গোটা দেশ নিমজ্জিত হলো অন্ধকারে , কারণ বিদ্যুৎ বিভ্রাট। একটি সাবস্টেশনের সঞ্চালন ব্যবস্থা ত্রুটির কারণে গোটা দেশ বিদ্যুৎ হীন। এ কারণে দেশের ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ফেরানোর প্রক্রিয়া চলছে।
শ্রীলঙ্কার বিদ্যুৎ সংস্থা সিলনের তরফ থেকে কর্মীরা পরিশ্রম করছেন বিদ্যুৎ ফেরাতে। বিদ্যুৎহীনতার ফলে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গেছে। ২০২২ সালে চরম দারিদ্রতার মধ্যে ছিল শ্রীলংকা, সেই অবস্থা থেকে একটু একটু ঠিক অবস্থায় ফিরে আসছে তার মাঝেই বিদ্যুৎ সংকট আতঙ্কিত হয়ে পড়েছেন শ্রীলঙ্কান বাসিন্দারা।
গত বছর দেশ টি ধুঁকছিল আর্থিক সংকটে । এখন তারা অপেক্ষায় কখন ফিরবে পরিষেবা । সে সময় তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে ছিলেন। অবশেষে সেখানে বসেন রনিল বিক্রমাসিংহে । তিনি দেশটিকে কে আর্থিক সঙ্কট থেকে বাঁচিয়ে ছিলেন। এদিকে বিদ্যুৎহীনতার জন্য পাবলিক ইউটিলিটি সংস্থা দেশের সরকারকে অনুরোধ করেছেন বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার জন্য।