আন্তর্জাতিক

ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

Nicaragua severed diplomatic relations with Israel

Truth Of Bengal : মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। শুক্রবার এ ঘোষণা করে দেশটি ইজরায়েলকে ‘ফ্যাসিস্ট ও গণহত্যাকারী’ হিসেবে বর্ণনা করেছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়ার সরকার বলেছে, গাজায় ইজরায়েলের নির্বিচার হামলার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া এ হামলা এখন কেবল গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে।

নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে। উল্লেখ্য, রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী।

ইরানের সঙ্গে ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিকারাগুয়া এর আগে দুইবার ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। একবার ওর্তেগার সময় ২০১০ সালে এবং দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর ওর্তেগার নেতৃত্বে স্যান্ডিনিস্তার বিপ্লবী সরকারের অধীনে ১৯৮২ সালে আরেকবার।

Related Articles