বারুদের স্তুপে কোরিয়ো উপদ্বীপ, উত্তর কোরিয়ার মুহুর্মুহু গোলাবর্ষণ…
Korea Peninsula in gunpowder pile, North Korea's momentary shelling

The Truth OF Bengal: যুদ্ধের ঘনঘটা কোরীয় উপদ্বীপে। আঞ্চলিক জলসীমার কাছে উত্তর কোরিয়ার মুহুর্মুহু গোলাবর্ষণ। ইতিমধ্যেই দুটি দ্বীপ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত সিওল।
আমেরিকা, জাপান, দক্ষিন কোরিয়া জোটের সঙ্গে, উত্তর কোরিয়া ও চিনের সংঘাত আজকের নয়, বহুদিনের। তবে কয়েকদনে সেই সংঘাত আরও চরমে পৌঁছেছে। যার কারণে দুপক্ষের বিবাদে এখন বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে কোরিয় উপদ্বীপ। এরমাঝেই আবার দক্ষিন কোরিয়ার বন্দরে জুলাই মাসে মার্কিন নৌসেনার সাবমেরিনের প্রবেশ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। সঙ্গে ওয়াশিংটন ও সিওলের যৌথ সানরিক মহড়া। অস্তিত্ব সংকটের আশঙ্কায় এর আগেও বহুবার মিসাইল উক্ষেপন করেছিল পিয়ংইয়ং।
গত ডিসেম্বরে পরমাণু হামলার হুমকিও দিয়েছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্র প্রধান কিমজংউন। তারপর থেকেই যুদ্ধকালীন ততপরতায় অস্ত্র ও মিসাইল তৈরি করছে উত্তর কোরিয়া। এরইমধ্যে শুক্রবার সমুদ্রে দুই সীমান্তে ২০০ টি গোলা নিক্ষেপ করে উত্তর কোরিয়ার গোলন্দাজ বাহিনী। পিয়ংইয়ং-এর বিরুদ্ধে পাল্টা মারের জন্য প্রস্তুত হচ্ছে সিওল। যার কারণে ইয়েনপিয়ং ও বায়েংনিং এই দুটি দ্বীপ থেকে সেখানকার বাসিন্দাদের সরানোর নির্দেশ দিল দক্ষিন কোরিয়ার সেনাবাহিনী। যার জেরে দেশটির প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে জানানো হয়, কিছুদিন আগেই ট্যাঙ্কবাহিনীর তরফ থেকে চালানো হয়েছিল মহড়া। উত্তর কোরিয়ার এই পদক্ষেপ সেই মহড়ারই পাল্টা কিনা সেই সম্পর্খে নিশ্চিভাবে কিছু এখনই বলা যাচ্ছে না।
Free Access