আন্তর্জাতিক

ঢাকা মেডিক্যালে মৃত্যু ভারতীয় নাগরিকের

Indian national dies at Dhaka Medical

Truth of Bengal: বাংলাদেশের রাজধানীতে মিরপুর ১০ নম্বর এলাকায় একটি হোটেলে ভারতীয় এক নাগরিক অসুস্থ হয়ে পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। মৃতের নাম আকবর আলি মণ্ডল (৩৮)। শুক্রবার তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আকবর আলি মণ্ডলের বাড়ি ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামে।

অসুস্থ অবস্থায় আকবর আলি মণ্ডলকে ঢাকা মেডিক্যালে নিয়ে যান রহমান নামের এক ব্যক্তি। তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় নাগরিক আকবর-সহ ছয় বন্ধু মিরপুরের একটি হোটেলে ওঠেন। ঘুমের মধ্যে আকবর অচেতন হয়ে পড়েন।  তাঁকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই শামসুন্নাহার বলেন, ভারতীয় নাগরিকের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles