আন্তর্জাতিক

কিউবার প্রেসিডেন্টের নেতৃত্বে হাভানায় প্যালেস্তানপন্থী মিছিল

Cuban President leads pro-Palestinian march in Havana

Truth Of Bengal : গাজার প্যালেস্তানিদের প্রতি সংহতি জানিয়ে কিউবার রাজধানী হাভানায় সোমবার হাজারো মানুষ মিছিল করেছেন। মিছিলের নেতৃত্বে ছিলেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। কমিউনিস্ট-শাসিত কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো-সহ দেশটির আরও কয়েকজন নেতা এই মিছিলে ছিলেন।

কিউবায় থাকা প্রায় আড়াইশ প্যালেস্তানি মেডিক্যাল শিক্ষার্থীও মিছিলে অংশ নেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল বড় একটি ব্যানার। ব্যানারে লেখা ছিল মুক্ত ফিলিস্তিন দীর্ঘজীবী হোক। প্রেসিডেন্ট মিগুয়েল ও তাঁর মিত্ররা ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়াহ পরে মিছিলে অংশ নিয়েছিলেন।

মিছিলে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী মিশেল মারিনো (২০) বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি, তাঁদের সার্বভৌমত্ব-স্বাধীনতার প্রতি সমর্থন জানাতে তাঁরা এই কর্মসূচি পালন করেছেন। ফিলিস্তিনি জনগণের প্রতি ইজরায়েল যে গণহত্যামূলক ক্রুসেড চালাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁরা এই মিছিল করেছেন।

কিউবায় এই মিছিলটি হওয়ার কথা ছিল গত ৭ অক্টোবর। কিন্তু হারিকেন মিল্টনের কারণে এই কর্মসূচির সময় পেছানো হয়। গত সপ্তাহে কিউবা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে হারিকেন মিল্টন।

গত বছরের ৭ অক্টোবর গাজাযুদ্ধের সূত্রপাত হয়। সেদিন গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইজরায়েলে হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইজরায়েল। এক বছরের বেশি সময় ধরে ইজরায়েলি হামলা চলছে। এই হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ২৮৯ প্যালিস্তানি নিহত হয়েছে।