আন্তর্জাতিক

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে তাঁর বাসভবনে ব্রিটিশ হাইকমিশনার

British High Commissioner visits ailing Khaleda Zia at her residence

Truth Of Bengal: বেশ অনেকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ইতিমধ্যেই খালেদাকে দেখতে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ তার বাসভবন ফিরোজায় পৌঁছে গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বাসভবনে তিনি পৌঁছে গিয়েই খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। সাক্ষাত সারেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, ‘খালেদার স্বাস্থ্য নিয়ে কূটনৈতিক মহলে যথেষ্ট আশঙ্কা ছিল। তাঁর সুস্থতা  নিয়ে একটাই প্রশ্ন চারিদিকে ঘুরপাক খাচ্ছিল যে, একটা পর্যায়ে কূটনীতিকদের সাথে দেখা-সাক্ষাৎ করতে পারছেন। দেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবর্তনে। বাংলাদেশে মুক্ত পরিবেশে ‍কুটনীতিকেরা তাদের কাজগুলো এখন স্বাধীন ভাবে করতে পারছেন।’ ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দিনই নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।

জানা যায় ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। জুলাই মাসের ২ তারিখ খালেদা জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। খালেদার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ছিল বলে জানা যাচ্ছে। ২৩ জুন  বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদার হৃদ্‌যন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। খালেদাকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে বলে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র মারফত জানা যাচ্ছে।

Related Articles