আন্তর্জাতিক

সমস্ত সুপারশপে নিষিদ্ধ পলিথিন ব্যাগ, পরিবেশ সুরক্ষায় তৎপর বাংলাদেশ

Banning Plastic bags in all supershops, Bangladesh active in environmental protection

Truth Of Bengal: মঙ্গলবার থেকে ওপার বাংলার সমস্ত সুপারশপে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার। পূর্ব নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

এদিন থেকে সমস্ত সুপারশপে পলিথিন ব্যাগের পরিবর্তে ক্রেতাদের জন্য রাখা হবে পাট ও কাপড়ের ব্যাগ, তবে সেই ব্যাগ নিতে হলে ক্রেতাদের মূল্য দিয়ে কিনতে হবে। এমনই নির্দেশ দিয়েছে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর। এরই মধ্যে ডেইলি শপিং, স্বপ্ন, আগোরায় বন্ধ হয়েছে পলিথিনের ব্যবহার।

ইতিমধ্যে শপের বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়ে সুপারশপগুলি জানিয়েছে, তাদের শপে যে জালি ব্যাগ, টিস্যু ব্যাগ ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তরফ থেকে ৬-১৭ টাকার বিভিন্ন আকৃতির পাটের ব্যাগ দেওয়া হচ্ছে। সেগুলি কিনতে হবে কাস্টমারদের।

চলতি বছরের ৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ২০০২ সালের ১ মার্চ ওপার বাংলায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর বিধান অনুসারে আনুষ্ঠানিকভাবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার। পরিবেশ অধিদপ্তর সে সময় শর্তসাপেক্ষে সমস্ত পলিথিন ব্যাগ উৎপাদন, আমদানি, বিক্রি, বাজারজাতকরণ ও মজুদ সহ বিতরণের বিষয়গুলি নিষিদ্ধ ঘোষণা করেছিল।

Related Articles