পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশ, আন্তর্জাতিক রাজনীতিতে তাহলে কি নতুন সমীকরণ ?
Bangladesh's debut on the world map, What is the new equation in international politics?

Truth Of Bengal: বাংলাদেশের মুক্তি ছিনিয়ে আনার জন্য অস্ত্র কাঁধে তুলে নিয়েছিল বাংলাদেশের দামাল ছেলেরা এমনটাই শোনা যায় কান পাতলে। ভয়াবহ দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বাংলাদেশের বঞ্চিত মানুষজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বারবার রুখে দাঁড়াতে দেখা গেছে। আত্ম বিস্মৃতি বাঙালি আত্মপরিচয় অনুসন্ধানে উৎসর্গ করেন নিজের স্বজনকে।
প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে চলা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ভিন্নমত পোষণকারীদের ওপরে নিপীড়ন চালানোর জন্য ক্ষুব্ধ জনতার রোশনালের মুখে পড়ে শেখ হাসিনা বলে অভিযোগ।
পরবর্তী সময় পতন হতে দেখা যায় হাসিনা সরকারের। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ কিংবা বাংলাদেশের বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে আজীবন স্মরণ করে রাখার জন্য গতকাল বাংলাদেশের দিকে দিকে পালন করা হয়েছিল বিজয় দিবস।
বিশেষভাবে শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থায়ী সরকার হিসেবে ইউনুস সরকারের দায়িত্ব পালন ঘিরে রাজ্য রাজনীতিতে একাধিক বিতর্কের জন্ম দিয়েছে। তবে তারই মাঝে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশ নিঃসন্দেহে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।