দেশ

কেন্দ্রীয় বাজেট ২০২৫: ১২ লক্ষ টাকা অবধি আয়কর ছাড়ের ঘোষণা নির্মলা সীতারামনের

Union Budget 2025: Nirmala Sitharaman announces income tax exemption up to Rs 12 lakh

Truth Of Bengal: শনিবার মোদী সরকারের তৃতীয় দফার দ্বিতীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার বাজেট নিয়ে মধ্যবিত্ত, যুব ও নারীদের মধ্যে বিশেষ আগ্রহ ছিল, কারণ প্রধানমন্ত্রী নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে এই বাজেট ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেবে।

সাধারণ মানুষের সবচেয়ে বেশি নজর ছিল আয়কর কাঠামোর ওপর। সেই প্রত্যাশা অনুযায়ী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হবে না। পাশাপাশি, প্রবীণদের জন্যও বড় সুখবর রয়েছে—আগে যেখানে ৫০ হাজার টাকা পর্যন্ত আয়কর ছাড় ছিল, এখন তা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। TDS-এর ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে, যা আগে ২ লক্ষ ৪০ হাজার টাকা ছিল, এখন তা বেড়ে ৬ লক্ষ টাকা হয়েছে।

আসছে নতুন আয়কর বিল

আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল পেশ করা হবে। অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই নতুন ব্যবস্থায় আয়কর কাঠামো আরও সহজ করা হবে, যাতে সাধারণ মানুষের জন্য কর পরিশোধের প্রক্রিয়া স্বচ্ছ ও সুবিধাজনক হয়।

ওল্ড রেজিম ও নিউ রেজিমের তুলনা

এতদিন পর্যন্ত দুই ধরনের আয়কর কাঠামো চালু ছিল—ওল্ড রেজিম ও নিউ রেজিম।

ওল্ড রেজিম:

  • ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত।
  • ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫% কর।
  • ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০% কর।
  • ১০ লক্ষ টাকার বেশি আয়ে ৩০% কর।

নিউ রেজিম:

  • ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত।
  • ৩ লক্ষ ১ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫% কর।
  • ৭ লক্ষ ১ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০% কর।
  • ১০ লক্ষ ১ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫% কর।
  • ১২ লক্ষ ১ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০% কর।
  • ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০% কর।

এই নিয়ে টানা অষ্টমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। এবারের বাজেটে আয়করের কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে, যা মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর। বিশেষ করে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের সিদ্ধান্ত দেশজুড়ে আলোড়ন ফেলেছে। তবে নতুন আয়কর বিল সংসদে পাস হলে চূড়ান্ত কর কাঠামো আরও স্পষ্ট হবে।

Related Articles