দেশ

Thane student suicide: পড়াশোনার চাপে ২০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্রী

শুক্রবার পুলিশ জানায়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আত্মহত্যার প্রবণতা থাকলেও দুর্ঘটনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

Truth of Bengal: পরীক্ষার ফলাফল ও পড়াশোনার চাপ  সহ্য করতে না পেরে আত্মঘাতী মহারাষ্ট্রের ঠাণে জেলার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ১৪ বছরের ওই কিশোরী ২০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি।শুক্রবার পুলিশ জানায়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আত্মহত্যার প্রবণতা থাকলেও দুর্ঘটনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।তদন্তকারী আধিকারিকরা কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, পড়াশোনা নিয়ে সে প্রবল চাপে ভুগছিল। দীর্ঘদিন ধরে স্কুলে ও বাড়িতে তাকে পরীক্ষার নম্বর বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছিল। নিয়মিত পড়াশোনা করেও ফলাফলে তেমন উন্নতি হচ্ছিল না।

দীপাবলির আগে হওয়া পরীক্ষার সাম্প্রতিক ফল প্রকাশের পর থেকেই মানসিক দুশ্চিন্তা বেড়ে যায়। মনমরা হয়ে পড়ে কিশোরী—এমনটাই দাবি পরিবারের সদস্যদের।ঠাণের কল্যাণ পশ্চিমের একটি বহুতলের ২০ তলায় থাকত ওই ছাত্রী। বৃহস্পতিবার আচমকাই জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয় বলে জানা গিয়েছে। নীচে দাঁড়িয়ে থাকা একটি স্কুটারের উপর পড়ে গুরুতর জখম হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঘটনার সময় বাড়িতে তাঁর মা, দিদি ও দিদিমা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।খাদকপাড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পরিবারের পাশাপাশি স্কুলের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গেও কথা বলা হচ্ছে, কিশোরীর মানসিক অবস্থার বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles