দেশ

নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল শ্রীলঙ্কা, অস্বস্তি বাড়ল চিনের

Sri Lanka confers India's highest civilian award on Narendra Modi

Truth of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও এক আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন। শ্রীলঙ্কা সরকার তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘মিত্র বিভূষণ পদক’-এ সম্মানিত করেছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং উভয় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এই সম্মান দেওয়া হয়েছে তাঁকে।

এই পদক মূলত দুই দেশের বন্ধুত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। মোদিকে দেওয়া পদকে রয়েছে নানা প্রতীকী নকশা—যেমন ধর্মচক্র (বৌদ্ধ ঐতিহ্যের প্রতীক), পুন কলস (সমৃদ্ধির প্রতীক), নবরত্ন (নয়টি মূল্যবান রত্ন), এবং পদ্মের পাপড়ি ঘেরা গোলক (স্থায়ী বন্ধুত্বের প্রতীক)। সূর্য ও চাঁদের খোদাইও রয়েছে, যা চিরকালীন সম্পর্ককে নির্দেশ করে।

এই নিয়ে ২২তম আন্তর্জাতিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে তিনি মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন ১১ মার্চ। শ্রীলঙ্কায় রামায়ণ বিষয়ক পুতুলনাচ উপভোগ করেন তিনি।

মোদির এই সফর এবং সম্মাননা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বিশেষ করে চিনের সঙ্গে শ্রীলঙ্কার ঘনিষ্ঠতার মাঝে ভারতের প্রতি দ্বীপরাষ্ট্রের এই মনোভাব চিনকে কিছুটা অস্বস্তির মুখে ফেলেছে।

Related Articles