দেশ

স্মোকি বিস্কুট খেয়ে মৃত্যু শিশুর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Smoky biscuit death baby! Viral videos on social media

The Truth of Bengal: স্মোকি বিস্কুট খেয়ে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক নাবালক কোনও একটি মেলা বা অনুষ্ঠানে একটি স্টলে স্মোকি বিস্কুট খাচ্ছে। ভিডিওটিতে দেখা যায়, ওই বিস্কুট খাওয়ার পর ছেলেটি যন্ত্রণায় চিৎকার করছে। আচিমকা এই ঘটনায় সেখানে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

সোশ্যাল মিড়িয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে বলা হয় ছেলেটি মারা গিয়েছে। এই ভিডিও তুলে ধরে নেটিজেনরা বাচ্চাদের মধ্যে তরল নাইট্রোজেন ব্যবহারের বিরুদ্ধে সতর্ক হতে বলেছেন। এখন বিভিন্ন জায়গায় এই ধরনের স্মোকি বিস্কুট বা পান খাওয়ার প্রবণতা বাড়ছে। দেখা যায়, পান বা বিস্কুট খেলে মুখ ও নাক দিয়ে হু হু করে ধোঁয়া বের হতে থাকে।

X- হ্যান্ডেলে বেশ কয়েকজন ভিডিওটি শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-তে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে, স্মোকি বিস্কুট বা পান খাওয়া থেকে সবাই যেন বিরত থাকেন। তরল নাইট্রোজেন মাইনাস 196 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা থাকে। সেই নাইট্রোজেন খেলে শ্বাসকষ্ট হয়। পেট ফেটে যেতে পারে। অন্য একজন লিখেছেন, তরল নাইট্রোজেন খেলে মানুষ মারা যায়।

Related Articles