স্মোকি বিস্কুট খেয়ে মৃত্যু শিশুর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Smoky biscuit death baby! Viral videos on social media

The Truth of Bengal: স্মোকি বিস্কুট খেয়ে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক নাবালক কোনও একটি মেলা বা অনুষ্ঠানে একটি স্টলে স্মোকি বিস্কুট খাচ্ছে। ভিডিওটিতে দেখা যায়, ওই বিস্কুট খাওয়ার পর ছেলেটি যন্ত্রণায় চিৎকার করছে। আচিমকা এই ঘটনায় সেখানে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
Alert ‼️‼️
Beware of these kind of smokey drinks.
These drinks have liquid Nitrogen chilled at -196 degree Celsius causing a burst in stomach resulting breathlessness. Earlier in pubs now becoming common in street foods.Be Healthy eat Healthy https://t.co/O0WokXEDUJ
— चीते की चाल (@raunaqji) April 21, 2024
সোশ্যাল মিড়িয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে বলা হয় ছেলেটি মারা গিয়েছে। এই ভিডিও তুলে ধরে নেটিজেনরা বাচ্চাদের মধ্যে তরল নাইট্রোজেন ব্যবহারের বিরুদ্ধে সতর্ক হতে বলেছেন। এখন বিভিন্ন জায়গায় এই ধরনের স্মোকি বিস্কুট বা পান খাওয়ার প্রবণতা বাড়ছে। দেখা যায়, পান বা বিস্কুট খেলে মুখ ও নাক দিয়ে হু হু করে ধোঁয়া বের হতে থাকে।
And the kid died is what I learnt ! Such is the level of common sense among our lay public! Liquid nitrogen kills if ingested. @amitsurg @ProfSomashekhar pic.twitter.com/MTpoPz0QIB
— Dr Vikram Sakaleshpur Kumar 🇮🇳 (@vikkypaedia) April 21, 2024
X- হ্যান্ডেলে বেশ কয়েকজন ভিডিওটি শেয়ার করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-তে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে, স্মোকি বিস্কুট বা পান খাওয়া থেকে সবাই যেন বিরত থাকেন। তরল নাইট্রোজেন মাইনাস 196 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা থাকে। সেই নাইট্রোজেন খেলে শ্বাসকষ্ট হয়। পেট ফেটে যেতে পারে। অন্য একজন লিখেছেন, তরল নাইট্রোজেন খেলে মানুষ মারা যায়।
இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும் @CMOTamilnadu pic.twitter.com/Nel8I57h5A
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 21, 2024