দেশ

রাতের দিল্লিতে শুটআউট, মৃত ১

Shootout in Delhi at night, 1 dead

Truth of Bengal: রাতের দিল্লিতে প্রকাশ্য রাস্তায় শুটআউট। ফিল্মি কায়দায় বাইকে চেপে গুলি চালায় তিন নাবালক। ঘটনায় মৃত ১ যুবক। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আরও ২ জন। উত্তর-পূর্ব দিল্লির কবি নগর এলাকার ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় গ্রেফতার ৩ নাবালক। দিল্লির রাস্তায় শুটআউট। উত্তর-পূর্ব দিল্লির কবি নগর এলাকার ঘটনা। জানা যায়, শুক্রবার রাতে স্কুটিতে করে দুই সঙ্গীকে নিয়ে খাবার কিনতে বেরিয়েছিলেন নদিম নামের এক যুবক।

অপর দিক থেকে একটি মোটরবাইকে করে আসা তিন নাবালক নদিমের মুখোমুখি হয়। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল বলে খবর। নাদিমকে উদ্দেশ্য করে সাত রাউন্ড গুলি চালায় তারা। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে তিন যুবক। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকেই একে অপরের পূর্ব পরিচিত বলে জানা যায়। জানা যায় এই গুলিকাণ্ডের পরই ঘটনাস্থল থেকে মটোরবাইকটি সেখানে ফেলে রেখে পালানোর সময় নদিমের স্কুটি ও ফোন নিয়ে ঘটনাস্থল ছাড়ে অভিযুক্তরা।

পরবর্তীতে রক্তাক্ত তিন যুবককে উদ্ধার করে গেরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিতসাধীন অবস্থায় মৃত্যু হয় নাদিমের। আশঙ্কাজনক অবস্থায় চিকিতসাধীন রয়েছেন বাকি দুই যুবক। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় পুলিশি তদন্ত। প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, অভিযুক্ত তিন নাবালকের মধ্যে এক জন নাদিমের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত দেওয়ায় নাদিম তার উপর চাপ সৃষ্টি করতে থাকে। সেই কারণে বচসা থামাতেই অভিযুক্ত নাবালকদের এই হামলা। গোটা ঘটনার তদন্তে নেমে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা করা হয়।

Related Articles