দিওয়ালির রাতে দিল্লিতে শুটআউট! প্রাণ হারালেন ভাইপো-সহ যুবক
Shooting in Delhi on Diwali night! Youth along with nephew lost their lives

Truth Of Bengal: প্রকাশ্যে এল রাজধানীতে হওয়া গুন্ডারাজের ভয়াবহ ঘটনা। নিজের বাড়ির সম্মুখ্যে দীপাবলির আনন্দ নিচ্ছিলেন সেখানে দুজন দুষ্কৃতী স্কুটারে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যান। ওই গুলিতে প্রাণ হারান যুবক ও তাঁর ভাইপো। পুরো ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। অথচ অভিযুক্তরা এখনও নাগাল ছাড়া ঘুরছে ওই দুষ্কৃতী।
কালীপুজোর রাতে উত্তর-পূর্ব দিল্লির সাহাদারায় নিজের বাড়ির সামনে আকাশ শর্মা নামক এক ব্যক্তি ছেলে কৃশ ও ভাইপো ঋষভের সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। সেসময়ে দু’জন দুষ্কৃতী স্কুটারে চেপে সেখানে আসে। তারপর কিছু কথা বলেন আর তার পর গুলি চালিয়ে পালিয়ে যান তাঁরা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনজন।
এরপর তড়িঘড়ি তিন জনকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে আকাশ ও তাঁর ভাইপোকে মৃত বলে জানান। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে কৃশ। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে আটটা নাগাদ তাঁদের কাছে এই ভয়াবহ ঘটনার খবর আসে, তার পর তাঁরা ঘটনাস্থলে যান। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ, ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। সিসিটিভিতে ধরা পড়েছে ওই ঘটনার ফুটেজ। তা দেখে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Farsh Bazaar double murder cctv
A man and his cousin shot dead while celebrating Diwali. #delhimurder #DelhiPolice #Delhicrime pic.twitter.com/Z8b4iFkS3f— Shehla J (@Shehl) November 1, 2024
এদিকে মৃতের স্ত্রী জানান, ওই দুই দুষ্কৃতীকে তাঁরা আগে থেকেই চেনেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে ওই দুষ্কৃতীদের তাঁদের জমি নিয়ে বিবাদ চলেছিল। হয়ত সেই শত্রুতার জেরেই এই হামলা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।