দেশ

দিল্লি বিস্ফোরণ কাণ্ড: প্রকাশ্যে নতুন সিসিটিভি ফুটেজ, কেথায় যাচ্ছিলেন ড. উমর?

আরও জানা গেছে, ফারিদাবাদ থেকে পালিয়ে ড. উমর মেওয়াত হয়ে ফিরোজপুর ঝিরকা যান।

Truth Of Bengal: রেড ফোর্ট বিস্ফোরণ মামলায় নতুন সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে তদন্তকারী সংস্থাগুলি। ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত ড. উমর উন নবী বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ওল্ড দিল্লির একটি মসজিদে প্রবেশ ও প্রস্থান করছেন।

সূত্র অনুযায়ী, সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি রামলিলা ময়দানের কাছে তুর্কমান গেটের বিপরীতে অবস্থিত ফয়েজে ইলাহি মসজিদে প্রবেশ করেন এবং প্রায় ১০ মিনিট সেখানে অবস্থান করার পর রেড ফোর্টের দিকে রওনা দেন। বিকেলে তিনি নিজের হুন্ডাই আই ২০ গাড়িতে করে রেড ফোর্টের কাছে বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়।

তদন্তকারীদের ধারণা, একইদিন সকালে ফারিদাবাদে জইশ-ই-মোহাম্মদ (জেইএম)–সংযুক্ত সন্ত্রাসী মডিউলের কয়েকজন সদস্য গ্রেপ্তার হওয়ার পর উমর তড়িঘড়ি করে বিস্ফোরণ ঘটান।

ফয়েজে ইলাহি মসজিদটি তবলিগি জামাতের কার্যক্রমের জন্য পরিচিত, যা নিজামুদ্দিন মারকাজ থেকে পৃথকভাবে কাজ করে।

ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে, বিস্ফোরণের সময় ড. উমর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় এতদিন পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে পুলওয়ামায় তাঁর পরিবারের কাছ থেকে সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে গাড়ি থেকে উদ্ধার হওয়া দেহাবশেষের মিল পাওয়া যায়।

ড. উমরের আরেকটি গাড়ি, একটি লাল ফোর্ড ইকোস্পোর্ট হরিয়ানার একটি গ্রাম থেকে উদ্ধার হয়েছে। তদন্তকারী সংস্থাগুলির ধারণা, উমর ও তাঁর সহযোগীরা গাড়িটি ব্যবহার করে অ্যামোনিয়াম নাইট্রেট পরিবহন ও সংরক্ষণ করতেন।

ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। গাড়িটিতে বিস্ফোরক থাকার সন্দেহে এলাকা ঘিরে ফেলা হয়েছে। কর্মকর্তাদের মতে, এনএসজি নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন না করা পর্যন্ত গাড়িটি অন্য কোনো সংস্থার হাতে হস্তান্তর করা হবে না।

ধাবায় রাত কাটানোর তথ্য

তদন্তে আরও জানা গেছে, ফারিদাবাদ থেকে পালিয়ে ড. উমর মেওয়াত হয়ে ফিরোজপুর ঝিরকা যান এবং পরে দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়ে ধরে আবার দিল্লিতে ফেরেন।

তিনি ওই পথে একটি ধাবায় গাড়ির ভেতর রাত কাটান বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে আবার ফারিদাবাদ হয়ে বাদরপুর সীমান্ত দিয়ে দিল্লিতে প্রবেশ করেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, এক্সপ্রেসওয়ের একাধিক সিসিটিভি ফুটেজে তাঁর গাড়ি ধরা পড়েছে।

Related Articles