দেশ

রাজধানী জুড়ে লাল সতর্কতা, বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, হঠাৎ কেন এই অবস্থা?

Red alert across the capital, closed all educational institutions, suddenly why this situation

The Truth Of Bengal: রাজধানী দিল্লি জুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রাজধানীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। একাধিক অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত। সাধারণ মানুষের দুর্বিষহ পরিস্থিতি। টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ রাস্তা জলমগ্ন। একাধিক বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে। তিনটি বাড়ি ভেঙে পড়েছে। ইতিমধ্যে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

রাস্তার ধারে ড্রেনে ডুবে গিয়ে এই মৃত্যু বলে খবর। ড্রেনের জল রাস্তায় এসে মিশেছে। ড্রেনের জল ও রাস্তার জল এক হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা নেই যানবাহনের। দিল্লিবাসীর একপ্রকার ঘরবন্দি অবস্থা।মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে আবহাওয়ার তেমন পরিবর্তন হচ্ছে না।

আগামী ৪৮ ঘন্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সঙ্গে ভারী বৃষ্টি। এমনিতেই রাতভর বৃষ্টিতে গোটা দিল্লি প্রায় জলমগ্ন। আগামী ৪৮ ঘন্টা আরও ভারী বৃষ্টির পূর্বাভাস। বহু মানুষ গৃহবন্দী হওয়ায় রুটি রুজিতে টান পড়েছে। মৃত্যুর ঘটনা যাতে না বাড়ে তার জন্য সতর্ক রয়েছে প্রশাসন। লাল সর্তকতা রাজধানী জুড়ে।

Related Articles