দেশ

তিরুপতি মন্দিরে নমো, দক্ষিণী পোশাকে প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi visited Tirupati temple

The Truth of Bengal: তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন  ৩০ নভেম্বর। পাঁচ রাজ্যে নির্বাচন শেষ হলেই ফলাফল ঘোষণা। তার আগেই তিরুপতির তিরুমালা মন্দির দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সোমবার সকালে  মন্দিরে পুজো দিতে যান প্রধানমন্ত্রী। তিরুপতির সামনে বসে দীর্ঘক্ষন প্রার্থনা করতে দেখা গিয়েছে নমোকে। এদিন প্রধানমন্ত্রীকে দেখা গেল ঐতিহ্যশালী দক্ষিণী পোশাকে। তাঁর কপালে ছিল তিলক এবং পরনে ছিল সাদা দক্ষিণী ধুতি।

গলায় ছিল কমলা ও সবুজ রঙের উত্তরীয়। প্রধানমন্ত্রী তিরুমালা দর্শন ঘিরে সাজোসাজো রব। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর। প্রধানমন্ত্রী সোমবার সকালে তিরুপতি পৌঁছে এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিরুমালায় ভেঙ্কটেশ্বরের কাছে ১৪০ কোটি ভারতীয়র মঙ্গল কামনা করলাম। নমোর নিরাপত্তার জন্য সোমবার সকালে অন্যান্য ভক্তদের তিরুপতি দর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।

যদিও এজন্য আগেই মন্দির কমিটির পক্ষ থেকে সাধারণ দর্শনার্থীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির বিশ্ব জুড়ে বিখ্যাত। প্রতিদিন দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত মন্দিরে গিয়ে পুজো দেন।বিশ্বের সবচেয়ে ধনী দেবতার মন্দির হল তিরুপতি বালাজীর মন্দির। প্রধানমন্ত্রীর মন্দির দর্শন এই প্রথম নয়। এর আগে রাজস্থানের চিত্তোরগড়ে সানওয়াড়িয়া শেঠ মন্দির দর্শন ও পূজার্চনায় অংশ নিতে দেখা গিয়েছে নমোকে ।

Related Articles