আপাতত মিলবে না প্ল্যাটফর্ম টিকিট, ভিড় এড়াতে নয়া ভাবনা রেলের
Platform tickets will not be available for now, new idea of railways to avoid crowding

Truth of Bengal: দীপাবলির মুখে এবার বড়সড় পদক্ষেপ নিল রেল। ভিড় সামাল দিতে এবার লাগাম টানা হল প্ল্যাটফর্ম টিকিটে। দীপাবলিতে বহু মানুষ ঘরে ফেরে। আর সে কারণে ট্রেনে হাজার হাজার মানুষের ভিড় চোখে পড়ে। আর যাত্রীদের ভিড় কমাতে এবার থেকে প্ল্যাটফর্ম টিকিটবন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলওয়ের তরফে। ইতিমধ্যেই নর্থান রেলওয়ের তরফে জানানো হয়েছে, নয়া দিল্লি, পুরনো দিল্লি, হজরত নিজামুদ্দিন, আনন্দ বিহার ও দিল্লি সরাই রোহিল্লা রেলওয়েস্টেশনে আপাতত প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাবে না।
তালিকায় বাদ নেই গাজিয়াবাদ স্টেশনও। আগামী ৬ নভেম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিটদেওয়া হবে না। দীপাবলি ও ছট পুজো উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের বিশাল ভিড়হয়। আর সেই ভিড়ের কারণে যাতে কোনও রকম অপ্রিতিকর ঘটনা না ঘটে, তার জন্য এহেন সিদ্ধান্তে উপনীত হয়েছে রেল। প্রসঙ্গত, রবিবার যাত্রীদের হুড়োহুড়িতেমুম্বইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হয় নয় জন। আর সেখান থেকেই শিক্ষা নিয়ে এবার রেল প্লাটফর্ম টিকিট না দেওয়ার সিদ্ধান্ত। তবে প্ল্যাটফর্ম টিকিট সংক্রান্ত নতুন নিয়মের তালিকায় ছাড় দেওয়া হয়েছেপ্রবীণ নাগরিক, অজ্ঞ ও মহিলা যাত্রীদের।
উৎসবের সময়ে দূরপাল্লার ট্রেনে ওঠার জন্য স্টেশনগুলিতে ব্যাপক হুড়োহুড়ি হয়, সে কথা মাথায় রেখে দিল্লি ও আনন্দ বিহার স্টেশনেভিড় নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আলাদা জায়গার ব্যবস্থা করে সেখানে অতিরিক্ত টিকিট কাউন্টার থেকে শুরু করে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, এনকোয়ারি কাউন্টার রাখা হয়েছে। এছাড়াও রয়েছে খাবারের স্টল, পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। জানা যাচ্ছে, যেসব ট্রেনগুলোতে বেশি ভিড় হয়, সেইগুলিকে একটি আলাদা নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড় করানো হবে।