দেশ

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের বহুতলে! আগুন লেগে কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৪০জন

Mumbai Fire

The Truth of Bengal: শুক্রবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের বহুতলে। গোরেগাঁও পশ্চিমে মহাত্মা গান্ধী রোডের সাত তলা ভবনে আগুন লেগে কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি আবাসিক। আহতদের মোট ৩১ জনকে এইচবিটি ট্রমা হাসপাতালে এবং ১৫ জনকে কুপার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আহত হয়েছেন ৪০ জনেরও বেশি আবাসিক। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর ৩টে ৫ মিনিটে ওই বহুতলে আগুন লেগে যায়। সেই আগুন এক তলার বেশ কয়েকটি দোকান এবং গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বেরোতে না পেরে নিজেদের ফ্ল্যাটেই আটকা পড়েন আবাসিকরা। প্রাণ বাঁচাতে বেশ কয়েক জন আবাসিক বহুতলের ছাদে উঠে। জানা গিয়েছে, ঘটনাস্থলে প্রায় ১২ দমকলের ইঞ্জিন পৌঁছায়।

শেষ অবধি পাওয়া খবরে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবং কুলিং প্রক্রিয়া চলছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, গোরেগাঁও পশ্চিমে জয় ভবানীভবন নামের এই ভয়াবহ আগুন লাগে। মূলত বৃহস্পতিবার গভীররাতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। দমকলের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান।  কী করে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও দমকল সূত্রে খবর।

Free Access

Related Articles