দেশ

‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা মোদির

Modi greets 'friend' Donald Trump

Truth Of Bengal: দ্বিতীয়বার ক্ষমতায় আসার বিষয়টি নিশ্চিত হতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ঐতিহাসিক জয়ের জন্য প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অনেক শুভেচ্ছা। আমি আগামিদিনে তাঁর সাফল্য কামনা করি। আমি খুবই আগ্রহী আমাদের সম্পর্কে পুনর্জীবিত করার জন্য। এই বন্ধন কৌশলগত দিক দিয়ে ভারত-আমেরিকাকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও মানবকল্যাণে আমরা একযোগে কাজ করব।’

২০১৯ সালে মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আমেরিকার হাউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠান আয়োজন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে মোদি বলেছিলেন, ‘আব কি বার, ট্রাম্প সরকার।’ পরের বছর ২০২০ সালে মোদির আমন্ত্রণে দিল্লিতে এসেছিলেন ট্রাম্প। মোদি ও ট্রাম্পের রোড শো দেখছিল বিশ্ব।

Related Articles