‘মোদি ফের ক্ষমতায় এলে দুশো বছর পিছিয়ে যাবে দেশ’, তোপ এমকে স্ট্যালিনের
MK Stalin The Chief Minister of Tamil Nadu

The Truth Of Bengal: ‘মোদি ফের ক্ষমতায় এলে দুশো বছর পিছিয়ে যাবে দেশ’, তোপ দাগেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের। ‘বিজেপিকে একটা ভোট মানে তামিলনাড়ুর শত্রুকে একটা ভোট’, শ্রীপেরেমবুদুরে ভোট প্রচারে গিয়ে একথা বলতে শোনা গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে।
শ্রীপেরেমবুদুরে ডিএমকে প্রার্থী টি আর বালুর হয়ে প্রচারে যান, ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন। সেখানেই স্ট্যালিন বলেছেন, মোদি ক্ষমতায় এলে দেশ ২০০ বছর পিছিয়ে যাবে। নতুন করে ইতিহাস লেখা হবে। একইভাবে পিছিয়ে যাবে বিজ্ঞানও। গুরুত্বপাবে কুসংস্তারে গড়া কাহিনী। একই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপিকে একটা ভোট মানে তামিলনাড়ুর শত্ুকে একটা ভোট। এআইএডিএমকেকে একটা ভোট দওয়া মানে রাজ্যের বিশ্বাসঘাতকদের একটা ভোট দেওয়া। এআইএডিএমকের সঙ্গে বিজেপির তুসনা টেনে তাঁর কটাক্ষ, এআইএডিএমকে ভোট আৎ বিজেপিকে ভোট দেওয়া সমান। প্রসঙ্গত, ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ঝাজ বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারংবার আক্রমণ করতে শোনা গেছে স্ট্যালিনের দলকে।
মূলত পরিবারতন্ত্র এবং দূর্নীতিকেই সেক্ষেত্রে হাতিয়ার করেছেন মোদি। এবার তারই পাল্টা দিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। দিন কয়েক আগেই স্যালিনকে বলতে শোনা গিয়েছিল, দেশে দূর্নীতির বিশ্ববিদ্যালয় তৈরি হলে, সেটির আচার্য হিসেবে যোগ্যতম হবেন মোদিই। তিনি বলেছিলেন ইলেক্টোরাল বন্ডের তথ্যের পর সেটা বুজতে আর কারোরই সমস্যা হওয়ার কথা নয়। সেইসঙ্গে পিএম কেয়ার তহবিলও দুর্নীতির এক নির্দশন বলে তিনি জানিয়েছিলেন, এবার আরও একবার মোদিকে কটাক্ষ করতে শোনা গেল ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনকে।