দেশ

কোটি কোটি টাকার সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ছে! ভাইরাল ভিডিয়ো

Millions of rupees of the roof of the parliament is leaking water! Viral video

The Truth Of Bengal: ভারী বৃষ্টিতেই বেসামাল অবস্থা নতুন সংসদ ভবনের। সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ছে। আর সেই জল চুঁইয়ে পরার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে এক বছরও অতিক্রান্ত হয়নি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রজেক্ট এই নতুন সংসদ ভবন। ভারতীয় রাজনীতিতে এই নতুন সংসদ ভবন নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। কোটি কোটি টাকা ব্যয় করে সংসদ ভবন নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দেয় বিরোধীরা। সেই বিতর্কের মাঝে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন নতুন সংসদ ভবনের।

সেই সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ছে! উদ্বোধন হওয়ার পর এক বছরও কাটেনি। এর মধ্যেই বর্ষণের চাপ সইতে পারল না নতুন সংসদ ভবন! এই নিয়ে উঠছে প্রশ্ন। মোদি জমানায় তৈরি হওয়া নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল কেন পড়ছে তা নিয়ে ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন। জল চুঁইয়ে পড়ার যে ভিডিয়ো সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে বালতি পাততে হয়েছে। জল যাতে মেঝেতে পড়ে চারিদিকে না ছড়িয়ে যায় তার জন্য বালতি পাতা রয়েছে। নতুন সংসদ ভবনে এ ধরনের ছবি দেখে অনেকেই চমকে গিয়েছেন।

কোটি কোটি টাকা ব্যয় করে যে সংসদ ভবন নির্মাণ করা হয়েছে এক বছর কাটতে না কাটতে কেন এই ছবি। কোথায় গাফিলতি সে নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদের লবিতে ছাদ চুঁইয়ে পড়ছে জল। নিচে বালতি পাতা। সংসদের লবির বেশ কিছুটা জায়গা জল পড়ে ভিজে রয়েছে। এমনকী ছাদ থেকে জল পড়তেও দেখা গিয়েছে ওই ভিডিয়োতে। খোদ রাষ্ট্রপতি সংসদে যাওয়ার সময় এই লবি ব্যবহার করেন।