বাড়ির সামনে শ্লীলতাহানির শিকার মহিলা, অভিযুক্তকে ছেড়ে দিল পুলিশ, বেঙ্গালুরুর ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Man abuse woman, Bengaluru woman stirs uproar over viral post

The Truth Of Bengal : মধ্যরাতে নিজের বাড়ির সামনে শ্লীলতাহানির শিকার মহিলা। ফোন করে ডাকলে এক বন্ধু এসে ওই অভিযুক্ত যুবককে ধরে ফেলেন। অভিযুক্ত সেই যুবক স্বীকার করে নিজের অপরাধ। পরে পুলিশ তাকে নিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ মহিলা। এরপর মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন শ্লীলতাহানির শিকার হওয়া মহিলা। ঘটনার যন্ত্রণাদায়ক বর্ণনার ভিডিয়ো নিয়ে তোলপাড় দেশ। ঘটনাটি নাম্মা বেঙ্গালুরুর।
Last night in #NammaBengaluru a friend of mine dropped me near my house and as I was about to open the gate, this man came and groped me from behind and started running. I called my friend and asked him to stop him before he rode away. *continued pic.twitter.com/Oj0kzU6gGv
— stew (@stuutiiiiiiiiii) March 19, 2024
ঘটনার বিবরণ অনুসারে, মহিলাটি যখন তাঁর বাড়িতে প্রবেশ করছিলেন, তখন অভিযুক্ত ব্যক্তি তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে তিনি তাঁর এক বন্ধুকে ফোন করেছিলেন। যিনি তাঁর বাড়িতে এসেছিলেন। পরবর্তী পদক্ষেপের জন্য বেঙ্গালুরু পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। এফআই আর না হওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়।
হতাশা প্রকাশ করে ওই মহিলা সামাজিক মাধ্যমে লিখে বেঙ্গালুরু এবং ভারতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, বেঙ্গালুরু ও ভারতে মহিলারা কতটা নিরাপদ? এ ধরনের ক্ষেত্রে নারীদের সুরক্ষার জন্য সংবিধানে কেন কোনও সংশোধনী আনা হয়নি? তাঁর মতো মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? এমন পুরুষদের হাত থেকে কে রক্ষা করবে নারীদের?
ওই মহিলা সামাজিক মাধ্যমে আরও লেখেন, ‘লোকটি মাতাল ছিল না এবং সে কী করছে সে সম্পর্কে পুরোপুরি সচেতন ছিল। মহিলার বক্তব্য, এটি দুর্ভাগ্যজনক যে ওই ব্যক্তিকে পুলিশ ছেড়ে দিয়েছে। এমন অপরাধের পর পুলিশ অভিযুক্তকে ছেড়ে দেয় কী করে বলে প্রশ্ন তোলেন তিনি। যে ব্যক্তি এই অপরাধ করেছে ওই মহিলা তার একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে ওই ব্যক্তিকে মুখ লুকিয়ে থাকতে দেখা যায়। এবং ঘটনাটি স্বীকার করতে দেখা যায়। তা সত্ত্বেও ওই ব্যক্তিকে কেন ছেড়ে দেওয়া? এই প্রশ্ন তোলেন ওই মহিলা। তাঁর বক্তব্য, আমাদের দেশে পশুদের ওপর হওয়া অত্যাচার আটকাতে অনেক কড়া আইন আছে। কিন্তু, দুর্ভাগ্যজনক মহিলাদের সঙ্গে হওয়া অন্যায় আটকাতে তেমন কড়া আইন নেই।
FREE ACCESS