মদ্যপ অবস্থায় একাধিক গাড়িতে ধাক্কা দিয়ে চম্পট মহারাষ্ট্রের বিজেপি সভাপতির পুত্রের
Maharashtra BJP president's son hit by several cars while drunk

Truth Of Bengal: মহারাষ্ট্রে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের পুত্রের গাড়ির ধাক্কায় ক্ষতির মুখে পড়লো একাধিক গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। ঘড়ির কাঁটা তখন রাত প্রায় একটার ঘরে। নাগপুরের রামদাসপথ এলাকায় একটি তিন রাস্তার মোড়ে বিজেপি নেতার পুত্র সঙ্কেতের অডি প্রথমে সজোরে ধাক্কা মারে একটি গাড়িতে। তারপর পরপর কয়েকটি গাড়িকে স্পর্শ করে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়আরও বেশ কয়েকটি গাড়ি। গাড়িটির ভেতরে সঙ্কেত ও তাঁর বন্ধুরা এবং চালক সহ মোট পাঁচ জনছিলেন।
অডি গাড়িটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারার পর ঘটনাস্থল থেকে সঙ্কেত-সহ তিন জন পালিয়ে যান। তবে গাড়ির চালক ও অপর এক জন পালাতে না পারায় তাঁদেরকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও পরবর্তীতে তাঁদেরকে জামিন দিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সঙ্কেত ও তাঁর বন্ধুরা একটি পানশালা থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। সেইসময় গাড়ির ভেতরে থাকা সঙ্কেত ও তাঁর বন্ধুরা মত্ত অবস্থাতে ছিলেন বলেও জানা যাচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে যে, ইতিমধ্যেই গাড়ির চালক ও অপর এক ধৃতের রক্তের নমুনা ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো সম্ভব হয়েছে। তিন রাস্তার মোড়ে যে গাড়িটিতে সঙ্কেতের গাড়ি ধাক্কা মেরেছিল সেই গাড়িটির চালক সঙ্কেতের অডিকেধাওয়া করে। কিন্তু শেষমেশ মানকাপুরের কাছে বিজেপির রাজ্য সভাপতির পুত্রেরঅডির নাগাল পেলেও ততক্ষণে সঙ্কেত ও আরও দু’জন পলাতক। কিন্তু বাকিরা পালিয়ে না যাওয়ায় তাঁদেরকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় থানার উদ্দেশ্যে নিয়ে যায় ক্ষতিগ্রস্ত গাড়ির ওই চালক। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করে বিষয়টি খতিয়ে দেখছে। জানা যাচ্ছে, পুলিশের তদন্ত প্রক্রিয়ায় সায় মিলেছে মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখরেরও।