দেশ

ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে, মৃত্যু কমপক্ষে ১৪ জনের

Madhya Pradesh Accident

The Truth of Bengal: ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত একাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা খুবই সংকটজনক। তাদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ডিন্ডরি এলাকার বাজগড় ঘাটের কাছে। পুলিশ সূত্রে খবর একটি যাত্রী বোঝাই ট্রাক হঠাৎ করেই উল্টে গিয়ে ঘটে বিপত্তি।

ট্রাকে ছিল একাধিক যাত্রী। সম্ভবত কোন অনুষ্ঠান থেকে ফিরছিলেন তারা। দ্রুত ঘতিতে ছুটে আসছিল ট্রাকটি। ট্রাকের গতি এতটাই ছিল যে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ছিটকে পড়ে যাত্রীরা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বহুজন যাত্রীর। মৃতদের মধ্যে অনেকেই রয়েছে আমহাইয়ের বাসিন্দা। জানা গেছে মৃতদের মধ্যে রয়েছে ৬ জন পুরুষ ও ৮ জন মহিলা। এর পরই ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে উদ্ধার কারী দল।

আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায় কমিউনিটি হেলথ সেন্টারে। এবং মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

Related Articles