বিজেপির পার্টি অফিসে গ্রেফতার বরণের ডাক, কেজরির চালে গেরুয়া শিবিরের চাপ বাড়ল
Kejri's move increased the pressure of the ocher camp

The Truth of Bengal: স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কেজরিওয়াল ব্যক্তিগত সচিব বিভব কুমারকে।সেই ঘটনার পর আম আদমি পার্টি বিজেপির ষড়যন্ত্রের কথা তুলে ধরে পাল্টা প্রচারে নেমেছে।এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চড়া সুরে হুঁশিয়ারি একজন একজন করে গ্রেফতারের বদলকে সবাইকে একযোগে গ্রেফতার করুক বিজেপি সরকার।সেই সুযোগ করে দিতে রবিবার দিল্লির বিজেপি দফতরে যাবে আম আদমি পার্টির নেতারা।মিছিল করে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
তাতে বিজেপির নার্ভের চাপ কয়েকগুণ বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর মতে,জনগণ দেখতে পাচ্ছে বিজেপি ধারাবাহিকভাবে আপের নেতাদের জেলে ভরার রাজনীতি করে চলেছে।যার জন্য প্রথমে মণিশ সিসোদিয়া,সতেন্দ্র জৈন,সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছে।এখন তাঁর ব্যক্তিগত সচিব বিভব কুমারকেও গ্রেফতার করে বিজেপি নির্লজ্জ রাজনীতি করছে বলে কটাক্ষ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে আপের নেতাদের যতই শেষ করার চেষ্টা হোক,আরও হাজার হাজার নেতা জন্মাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কেজরিওয়াল।