দেশ

অসুস্থ জগদীপ ধনখড়, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি উপরাষ্ট্রপতি

Jagdeep Dhankhar ill, Vice President admitted to hospital with chest pain

Truth Of Bengal: রবিবার ভোরে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করার পর রাত প্রায় ২টা নাগাদ তাকে দিল্লির এমস (AIIMS) হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র অনুযায়ী, ৭৩ বছর বয়সী উপরাষ্ট্রপতি বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা করছেন এমস-এর কার্ডিওলজি বিভাগের প্রধান ডঃ রাজীব নারাং ও তাঁর বিশেষজ্ঞ দল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। একটি বিশেষ মেডিকেল টিম তার স্বাস্থ্যের উপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করছে।

দেশের গুরুত্বপূর্ণ এই নেতার দ্রুত সুস্থতা কামনা করছেন তার অনুগামী ও শুভানুধ্যায়ীরা।